Pages

Search This Blog

Wikipedia

Search results

Thursday, January 17, 2019

'NEDO' বিশ্বাস করে আলো আসবেই এবং এই কাজটা করে দেখাবে এই প্রজন্ম। NEDO রাধানগর প্রাইমারি স্কুলে এই কার্যক্রম পরিচালনা করে এবং এর ফল অভিভূত হওয়ার মত। এই স্কুলের বাচ্চারা নিয়ম করে তাদের ভাল কাজ একটা ডায়রির মত করে লিখে রাখবে সেটা হতে পারে রাস্তা থেকে কলার খোসা সরানো বা বয়স্ক কাউকে রাস্তা পার হতে সহায়তা করা।
হেড-টিচার জনাব, জাকির হোসেন এটার নিয়মিত মনিটর করবেন। 

এই বাচ্চাদের মধ্যে থেকে যারা খুব ভাল করবে তাদেরকে স্কুলের অন্য বাচ্চাদের সামনে এই স্কুলেরই প্রধান শিক্ষক পুরষ্কৃত করবেন। এবং এদিন পুরষ্কৃত এই বাচ্চারা সব আলোর মাঝখানে। সোজা কথায় হিরো-নায়ক!



এই কার্যক্রমে বাচ্চাদের বিপুল উৎসাহ এবং এর সুদূরপ্রসারী ফলের কথা চিন্তা করে 'NEDO' এই কার্যক্রম এই স্কুল এবং অন্য কোন স্কুল উৎসাহিত হলে নিয়মিত চালিয়ে যাওয়ার ইচ্ছা রাখে।

No comments:

Post a Comment